এই সাধনার দ্বার সাধক ত্রিকালদর্শী হয়। সাধনা সম্পর্ণ হলে দেবি স্বপ্নে এসে সাধকের সকল প্রশ্নের উত্তর এবং সমাধান করে দেয়। সঠিক ভাবে কার্য সিদ্ধি করলে ১০০% কাজ হবে গ্যারান্টি।
মন্ত্রঃ
বিসমিল্লাহির রহমানির রাহিম। বজ্রের ঈশান কপাট" সূর্যে মারলাম ছুরে- স্বপ্নেশ্বরী দেবি তোরে- আলী ধরবে ঘিরে" পবনে ভর করিয়া- বশ মান মোর- ফাতেমার দোহাই লাগে; সঙ্গ ছার ধূনুর। ধনূর সঙ্গ ছারিয়া- সঙ্গ ধর মোর- আমার সঙ্গিনী না হলে" নিশা শত্রু তোর। স্বপ্নে আসিয়া যদি- না কস কথা- সঙ্গে সঙ্গে খাবি তুই- হাসান হুসাইনের মাথা।
নিয়মঃ মন্ত্র ৭৩৩ বার পাঠ করে সিদ্ধি করতে হবে। প্রয়োগ ৩০১ বার। সাধনা মোট ২১ দিন করতে হবে। নোটঃ কোনো ভয়ের কারণ নেই। কিন্তু এইটা কুফুরি বিদ্যা।
01705360257................